ইশতিয়াক সিদ্দীকী।।
উলূমুল হাদীস এবং ফিকহ ও ইফতা বিষয়ে প্রত্যাশী মেধাবী ছাত্রদের নতুন ঠিকানা হতে যাচ্ছে জামিআতুস সুফফাহ, বগুড়া।
ইতোমধ্যে জামিয়াতুস সুফফায় উচ্চতর হাদিস গবেষণা অনুষদ উলুমুল হাদিস বিভাগ ও ইসলামী আইন গবেষণা অনুষদ ইফতা বিভাগ চালু হয়েছে।
বিভাগ দু'টির সার্বক্ষণিক ইশরাফে থাকবেন, দারুল উলূম হাটহাজারী মাদরাসার উচ্চতর হাদীস ও দাওয়াহ বিভাগের সাবেক সিনিয়র শিক্ষক, হাদীস ও ফিকাহবিদ, জামিয়াতুস সুফফার প্রধান, মুফতী আব্দুল্লাহ নাজীব।
জামিয়াতুস সুফফাহ চারটি লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন জামিআ প্রধান মুফতী আব্দুল্লাহ নাজীব।
এক. রব্বানিয়াহ
দুই. তাফাক্কুহ ফিদ্দীন
তিন. গবেষণা
চার. দাওয়াহ
তিনি আরও বলেন, আমাদের জামিআয় মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-র মানহাজ অনুসারে উন্নত এবং যুগোপযোগী পদ্ধতিতে পাঠদান করা হবে। থাকবে আন্তর্জাতিক মানের যোগ্য করে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা। বিজ্ঞ ওস্তাদগণের দ্বারা নিয়মিত দরস ও মুহাযারা প্রদান করা হবে ইনশাআল্লাহ!
এদিকে জামিআর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ১৪৪৩-৪৪ হিজরী মুতাবিক ২০২২-২৩ ঈসাব্দ শিক্ষাবর্ষ থেকেই বিভাগটিতে আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হবে।
সে লক্ষ্যে আগামী ৮ শাওয়াল লিখিত পরীক্ষা, ৯ শাওয়াল মৌখিক পরীক্ষা এবং ১০ শাওয়াল থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
দাওরায়ে হাদিসে মুমতাজ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার বিষয়বস্তুও নির্ধারণ করা হয়েছে।
উলূমুল হাদীস:
সহীহ বুখারী ও ফাতহুল বারী প্রথম খণ্ড কিতাবুস সলাত পর্যন্ত
ফিকহ:
হিদায়া সালিস ও ফাতহুল কাদীর কিতাবুল বুয়ু থেকে কিতাবুল কাযা পর্যন্ত
মৌখিক পরীক্ষা:
কাঙ্ক্ষিত তাখাসসুসের সাথে সম্পর্কিত মুতাকাদ্দিমীনের দলীল ও তা’লীল সমৃদ্ধ কোনো একটি কিতাব বা খণ্ডের তালখীস ও ইলমী তাবসেরা মৌখিকভাবে পেশ করা এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান করা।
মাদরাসার মোবাইল নাম্বার :01745-333196/ 01829018212
এনটি