আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, আমার বড় ভাই সেলিম ওসমান অসুস্থ। আমি নিজেও খুব অসুস্থ। একটা শুধু দোয়া করবেন যেন আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পারি। যেন মৃত্যুর সময় খুশি লাগে যে আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি।
আল্লাহ বলেছে যতক্ষণ আমার বান্দা আমার কাছে মাফ চাইবে আমি ততক্ষণ তাকে ক্ষমা করব। ধৈর্য ধরা অনেক কঠিন ব্যাপার। অনেক কিছু হচ্ছে। আরও যাতে ধৈর্য ধারণ করতে পারি সে জন্য দোয়া করবেন।
শনিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টি নেতা নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।
শামীম ওসমান বলেন, এটা রোজার মাস। ঈদের আর মাত্র দুইদিন বাকি। তাই সবাইকে জানাইনি। আমরা আসলে কাউকে দাওয়াত দেই না। মানুষজন খবর পেয়ে চলে আসে এবং দোয়া করে। তাই আমি তাদের সবার জন্য দোয়া করি ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমার ভাই অত্যান্ত ভাল মানুষ ছিলেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ভাই অত্যান্ত আল্লাহওয়ালা লোক ছিলেন। আমিও আল্লাহ বিল্লাহ করি তবে তার ধারের কাছেও আমি নেই। আমি দেখেছি উনি সারারাত ধরে নামাজ পড়তেন। আমরাও দোয়া পড়ি। আমার বড় ভাই দরজা বন্ধ করে তিনি কুরআন খতম দিতেন। আমি কখনও তাকে আরাম করে নামাজ পড়তে দেখিনি। তিনি বলতেন আমি আল্লাহর জন্য কষ্ট করে নামাজ পড়ি। অলি আউলিয়ার ভক্ত ছিলেন।
তিনি আরো বলেন, অনেক অলি আউলিয়ার দরবারে তিনি যেতেন। জাতির পিতার কন্যা নিজেই তার সম্পর্কে সংসদে কথা বলেছিলেন। আপনাদের সকলের কাছে হাতজোড় করে ভিক্ষা চাইতে এসেছি। জানি না কালকে থাকব কী থাকব না। এ কবরস্থান ভরা আমাদের পরিচিত মানুষ। চলে গেছে সবাই, কেউ ফিরে আসে না। আল্লাহ যেন তাদের জান্নাত দেন।
তিনি আরও বলেন, আমাদের নবী বলেছেন তোমরা আল্লাহর কাছে চাও। কোন বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান। আসুন আমরা সবাই দেয়া চাই। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন৷ আল্লাহ যেন সকল মৃত মানুষদের বেহেশত নসিব করেন।
শামীম ওসমান বলেন, জাতির পিতার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। আল্লাহ তাদের সকলকে বেহেশত নসিব করুক। জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রচুর আল্লাহ ওয়ালা মানুষ। তার জন্যেও দোয়া করবেন।
এনটি