আওয়ার ইসলাম ডেস্ক: নিউমার্কেটে সংঘর্ষের সময় কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এখনো পলাতক এ মামলার অন্যতম অভিযুক্ত ইমন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, গ্রেপ্তারকৃতরা হলো কাইয়ুম, পলাশ, ইরফান, ফয়সাল ও জুনায়েদ।
তবে নাহিদকে কোপানো ইমন এখনো পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন তাদের সবার হাতে অস্ত্র ছিলো। তিনি বলেন, নিহত নাহিদের শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর ক্ষত পাওয়া গেছে।
এছাড়া এ ঘটনায় যারা অস্ত্রসহ ছিল তাদেরও গ্রেপ্তার করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষের সময় একটি মহল গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করে। এসময় হকারদেরও উসকে দেয়া হয়। ওই চক্রটির ঢাকা অচল করার পরিকল্পনা ছিলো বলেও জানান তিনি।
-এটি