রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় ঈদের ছুটি ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় অবস্থিত স্কাইলাইন গ্রুপের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, ওই কারখানাটিতে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করেন। ঈদের বোনাস না দিয়েই আগামী শনিবার থেকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকেরা বোনাসের দাবি করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ হাফ বোনাসের ঘোষণা দেয়। কিন্তু তা মেনে ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা।

কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, সকালে সুন্দরভাবে কাজ করছিলাম আমরা। এ সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয় ঈদের ছুটি ছয় দিন। এরপরে ১০টার দিকে তারা জানায় সাত দিন ছুটি দেওয়া হবে। এ কথা শুনে শ্রমিকেরা ১০ দিনের ছুটি ও ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে রবিবার দুপুরে স্কাইলাইন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালিয়েছে। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলে আমাদের ৪/৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর