সৈয়দ হেলাল আহমদ বাদশা।।
গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি>
করোনার বন্ধে সময়কে কাজে লাগিয়ে মাত্র ছয় মাস ১৬ দিনে কোরআনে হাফেজ হয়েছে ১২ বছরের শিশু মিজানুর রহমান মিজান। সে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি ওসমানীনগর মাদ্রাসার ছাত্র।
জানা যায়, মিজানুর রহমান উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মুহা. জুফুর আহমদের প্রথম সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী।
তার বাবা মুহা. জুফুর আহমদ বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। এই অবসরকে কাজে লাগাতে কোরআন হিফজ শুরু করে এবং মাত্র ছয় মাস ১৬ দিনে সে পুরো কোরআন হিফজ শেষ করে।
তিনি আরও বলেন, আমার অনেক স্বপ্ন ছিলে আমার ছেলে কোরআনে হাফেজ হবে আল্লাহ সুবহানাতায়াল আমার স্বপ্ন পূরণ করেছেন। তাই আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি।
তিনি সকলের কাছে মিজানুর রহমানের জন্য দোয়া প্রতাশা করেন।
হিফজুল কুরআন একাডেমি ওসমানীনগর মাদ্রাসার প্রধান শিক্ষক মুহা. আব্দুর রব বলেন, মিজানুর রহমান মিজান গত বছরের ২৫ জানুয়ারি হিফজ শাখায় ভর্তি হয়ে ৬ মাস ১৬ দিনে এত অল্প সময়ে কোরআন হিফজ করে যেমন মেধার স্বাক্ষর রেখেছে, তেমনি প্রমাণ করেছে সদিচ্ছা থাকলে যেকোনো পরিস্থিতিতে কোরআন হিফজ করা সম্ভব। তিনি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
-এএ