নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২১এপ্রিল) সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে ৩৫০ জন কৃষক-কৃষাণীর মধ্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার কৃষকপ্রতি ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি আউশ ধান (ব্রি-ধান ৪৮) বিতরণ করা হয়।
কৃষি কর্মকর্তা মুহা.হাসিনুর রহমানের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুহা. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহা. ইউনুস নুর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া,পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের, কৃষক সহায়ক, এম. জুলফিকার আলী ভুট্টো প্রমূখ।
-এএ