রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


টিকাকেন্দ্রে জাবি শিক্ষার্থীকে মারধর: আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা নিতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকেরা হলেন- স্বাস্থ্যকর্মী অর্ঘ্য অঙ্কন দাস (২১), আকিব হোসেন নূর (১৯) ও সাব্বির রহমান (২২)।

এর আগে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন আটক তিনজনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

সোমবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে চারটি ধারায় একটি মামলা করেন। মামলার পর অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। তারা সবাই রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্র জানায়, গত রবিবার দুপুর একটার দিকে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকা নিতে যান বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী। লাইনে দাঁড়ানো অবস্থায় দুপুর একটা বেজে যাওয়ায় টিকা দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

টিকা প্রত্যাশীদের অনেকেই লাইনে দাঁড়ানো থাকায় তারা লাইন শেষ হওয়া পর্যন্ত টিকা দেওয়ার অনুরোধ জানান। টিকাদানকারী স্বাস্থ্যকর্মীরা এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে চারজন স্বাস্থ্যকর্মী মিলে ওই দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন। পরে তাদের সাভার মডেল থানায় নিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা। পরে আহত অবস্থায় ওই দুই শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারা সেখানে চিকিৎসাধীন।

এদিকে এ খবর পেয়ে রবিবার সন্ধ্যা সোয়া সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী সড়কটি অবরোধ করে রাখেন করেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের শতাধিক আবাসিক ছাত্র।

এ অবরোধে এ সময় মহাসড়কের দুই কিলোমিটারের বেশি এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত আটটার পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান।

তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেওয়া হয়।

এনটি


সম্পর্কিত খবর