রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফটিকছড়িতে তেল ও বিদ্যুৎ বিহীন কৃষকবান্ধব সেচ পাম্প উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারায় জ্বালানি তেল ও বিদ্যুৎ ছাড়া কৃষকবান্ধব সেচ পাম্প উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দাতঁমারা ইউনিয়ন ও নারায়ণহাট ইউনিয়নের সংযোগস্থল জুজখোলা হাসনাবাদ স্লুইস গেটের পাশে সম্পূর্ণ তেল ও বিদ্যুৎ ছাড়া এ বৈজ্ঞানিক সেচ পাম্পের উদ্বোধন করেন পেডরোলো গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি লায়ন নাদের খান।

দাঁতমারা ইউপি চেয়ারম্যান মুহা. জানে আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।

দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মাস্টার মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভুজপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম তালুকদার, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুল হক, সাবেক অধ্যক্ষ জহুরুল হক হোসাইনী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কবির আহমেদ সওদাগর, আশীষ কান্তি দে, ইউপি সদস্য নাসির উদ্দিন, শফিউল আলম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর