আওয়ার ইসলাম ডেস্ক: খানকায়ে মাদানিয়া গাফফারিয়া মুন্সিবাজার, জকিগঞ্জ, সিলেট-এর নতুন আমির নির্ধারণ করা হয়েছে শায়খে মামরখানী রহ এর দ্বিতীয় সাহেবজাদা শায়খ মাওলানা আব্দুল জলিলকে।
( ৯ এপ্রিল- শনিবার) ৭ রমজান জামেয়া ইসলামীয়া ফয়জে আম মুন্সিবাজার মাদরাসা মসজিদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে শায়খে মামরখানী রহ.-এর অন্যতম খলীফা আলহাজ হাসান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও শায়খে মামরখানী রহ. এর সাহেবজাদা মাওলানা আব্দুর রহিমের পরিচালনায় উপস্থিত খলিফা ও জানিশিনদের মতামতের ভিত্তিতে খানকার নতুন আমির নির্ধারণ করা হয়।
শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ.-এর অন্যতম খলীফা, আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী রহ. আলেম ও দ্বীনদার মুসলমানদের আমলী ও আধ্যাত্মিক উন্নতি সাধনের লক্ষ্যে এই খানকাটি স্থাপন করেন।
শায়খের জীবদ্দশার শেষ দিকে মুন্সিবাজার মাদরাসা মসজিদে রমজানের শেষ ১০ দিন উলামায়ে কেরাম ও মুরিদের নিয়ে ইতিকাফ পালন করতেন।
২০০২ সালে তার মৃত্যুর পর খানকার আমির নিযুক্ত হন বড় সাহেবযাদা, খলীফায়ে বদরপুরী, শায়খ মাওলানা আব্দুস সাত্তার রহ.। ২০২১ সালের ১৮ অক্টোবর খানকার আমির শায়খ মাওলানা আব্দুস সাত্তার রহ . ইন্তেকাল করেন।
মতবিনিময় সভায় খলিফাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ শায়খ হাসান আহমদ চৌধুরী, মাওলানা শায়খ ইসহাক, খাড়াভরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, বহরগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা নাজমুল ইসলাম, মদিনা মাদ্রাসা সিলেটের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল মালিক, গফফারনগর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আব্দুল ওয়াহহাব, শায়খ মাওলানা আব্দুল আজিজ , শায়খ মাওলানা আহমদ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হোসাইন বারঠাকুরী, শায়খ মাওলানা আব্দুল মুছব্বির, মাওলানা নাজিমুদ্দিন আসআদী, ডা. নজমুল ইসলামসহ মুন্সিবাজার মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।
শায়খে মামরখানী রহ.-এর সাহেবজাদাদের মধ্যে উপস্থিত ছিলেন শায়খ মাওলানা আব্দুল জলিল, শায়খ মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুর রহিম, এম এ হালিম, হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমি, হাফিজ মাওলানা ইয়াকুব হোসাইন জাকির প্রমুখ।
এনটি