নুর আলম খান।।
নিজস্ব প্রতিনিধি>
হিজাব পরে স্কুলে আসায় ছাত্রীদের নির্যাতনের ঘটনায় সেই শিক্ষিকাকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা শাখা।
আজ (শুক্রবার) জুমার নামাজের পর উপজেলার জলিলপুর সাতমাথা মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম আলীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা বলেন, ৯২ভাগ মুসলমানের দেশে হিজাব পরার কারণে ছাত্রীদের শিক্ষিকা মারধর করবে এই সাহস পায় কোথায় থেকে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িকতা সৃষ্টি করে দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে। এবং এর মধ্যে যে গভীর চক্রান্ত আছে তা খুঁজে বের করে দোষীদের বিচারের আওতায় আনা না হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
মনববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি নুর আলম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর প্রশিক্ষণ সম্পাদক আশিক সহ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ জনগণ। বক্তব্য রেখেছেন মুফতি মাসুদুর রহমানমুহাদ্দিস মাদ্রাসা জলিলপুর মহেশপুর ঝিনাইদহ।
গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে স্কুলে আসায় কমপক্ষে ১৮ জন ছাত্রীকে লাঠি দিয়ে পিটিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনি পাল।
পরে বাড়িতে গিয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। এঘটনায় অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। এর জের ধরে কয়েকশ’ অভিভাবক বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলে গিয়ে প্রতিবাদ জানান।
এনটি