আওয়ার ইসলাম ডেস্ক: রাত পোহালেই ওমরাহ করতে যাওয়ার কথা ছিল বগুড়ার শেরপুর উপজেলার আব্দুল হামিদ (৫০) নামে এক সাবেক এনজিও কর্মকর্তার।
কিন্তু বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় বাসচাপায় ইন্তেকাল করেন তিনি।
নিহত আব্দুল হামিদ শেরপুর উপজেলা শাহ বন্দেগি ইউনিয়নের হামছায়াপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এনজিও ব্র্যাকের সাবেক কর্মকর্তা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাড়িতে ইফতার শেষ করে শেরপুর পৌর শহরের ধুনট মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় বগুড়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের মেয়ে রেখা খাতুন জানান, বাবা ওমরাহ পালনের উদ্দেশে শুক্রবার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। তাদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এনটি