রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বায়তুল মোকাররমের নতুন খতিবকে গোপালগঞ্জ উলামা পরিষদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হওয়ায় আল্লামা মুফতি রুহুল আমিনকে মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা শামসুল হক ও সদস্য সচিব মুফতি শুয়াইব ইবরাহীম।

যৌথ এক বিবৃতিতে জেলা ওলামা পরিষদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয় বলেন যে, মোজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. এর সুযোগ্য সাহেবজাদা একজন বহুমুখী প্রতিভার অধিকারী যুগসচেতন প্রথিতযশা আলেমে দ্বীন। তিনি ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও আলহাইয়াতুল উলইয়া এর সদস্য। কওমি সনদের সরকারি স্বীকৃতি অর্জনে তার অনন্য অবদান রয়েছে এবং জাতীয় ক্ষেত্রে ইসলাম ও মুসলমানদের সঙ্কটকালীন মুহূর্তে তার অনন্য অবদান অনস্বীকার্য।

এমন সুযোগ্য ব্যক্তিত্বকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করে সরকার বিচক্ষণতার পরিচয় দিয়েছে। বিবৃতিদাতারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও কৃতজ্ঞতা প্রকাশ করে সদস্য-সচিব মুফতি শুয়াইব ইবরাহীম বলেন, আল্লামা মুফতি রুহুল আমিন-এর কাছ থেকে জাতি সঠিক রাহবারি ও দিকনির্দেশনা পাবে, ইনশাআল্লাহ। আল্লাহতালা তাকে দীর্ঘ হায়াত, সুস্থ জীবন এবং জাতির কল্যাণে অবিরত খেদমত করার তৌফিক দান করেন। আমিন!

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ