তরিকুল ইসলাম মুক্তার: ধোবাউড়া উপজেলার বাইতুল হামদ মাদরাসায় উলামায়ে কেরামদের সাথে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের মত বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মত বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হযরত মাওলানা আশরাফ আলী। ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের সহ সভাপতি মুফতি মাসুদ কামাল ও সাধারণ সম্পাদক মুফতি জসীম উদ্দিনের সঞ্চালনায় বৈঠকটি শুরু হয়।
প্রথমেই উপস্থিত সদস্যদের আলোচনার মাধ্যমে ধোবাউড়া উপজেলার ৪জন আলেমকে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়।
যারা যুক্ত হয়েছেন- ধোবাউড়া উপজেলা মসজিদের ইমাম ও খতিব এবং দারুল উলুম ধোবাউড়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা ফজলুল হক, কলসিন্দুর আইনুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা বাসির উদ্দিন খান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম আল ফালাহ ঢাকার শাইখুল হাদীস মাওলানা আবুল কাশেম, জামিয়া ফয়জুর রহমান ময়মনসিংহ (বড় মসজিদ) মাদরাসার মুদাররীস মাওলানা রফিকুল ইসলাম।
উপস্থিত উপদেষ্টাগণ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের বিগত সকল সেবা ও সামাজিক উন্যয়নমূলক কার্যক্র যা আনজাম দিয়েছে সেগুলোর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অবশিষ্ট সকল কাজ চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তাসহিয়ে কুরআন ও তাসহিয়ে আজান ,তাসহিয়ে নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাবনা পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর মাওলানা আবুল কাশেম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল মতিন পাঠান, হাফেজ আছির উদ্দিন এবং ইসলাহুল উম্মাহর কেন্দ্রীয় আমেলার সভাপতি মুফতি আব্দল্লাহ তৈয়ব, সহ সভাপতি ,মুফতি ইখলাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক মুফতি মুশফিক হাবীব, সদস্য মাওলানা তোফায়েল আহমদ, মাওলানা মুনসুরুল হক প্রমুখ।
-এএ