আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে কমিটি ঘোষণা করে নেতাকর্মীরা যার যার কর্মী-সমর্থক নিয়ে ফেরার সময় মির্জাপুর উপজেলা চত্বরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জেলা আওয়ামী লীগের একাধিক নেতাসহ কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মির্জাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।
তবে এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নি। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-এএ