আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা মুফতি রুহুল আমিন। পিতা মোজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব রহ.। তিনি ১২ মার্চ ১৯৬২ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গায় জন্ম গ্রহণ করেন। ঐতিহ্যবাহী গওরহাডাঙ্গা মাদরাসায় তিনি প্রাথমিক শিক্ষাসহ হিফজ শেষ করেন।
এরপর তিনি দাওরায়ে হাদিস ও ইফতায় উচ্চতর ডির্গী লাভ করেন। তিনি ২০০৩ ঈসায়ি থেকে দেশের অন্যতম ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদরাসার মুহাতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়ার সম্মানিত সদস্য। তিনি তার বাবার প্রতিষ্ঠিত অরাজনৈতিক সমাজ গঠনমূলক সংগঠন খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড আব গর্ভমেন্টের সম্মানিত গর্ভনরের দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের সাবেক মহাসচিব, জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর, ঢালকা নগর মাদরাসা গেন্ডারিয়া ঢাকার সাবেক মুহতামিম, গেন্ডারিয়া জামে মসজিদ ঢাকা ও তাঁরা মসজিদ, আরমানিটোলা ঢাকার খতিবের দায়িত্ব পালন করেছেন।
তিনি দেশের বিভিন্ন বেসরকারী শরিয়া সুপারভাইজারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রেজিষ্ট্রার কৃত মাসিক আল আশরাফ পত্রিকার সম্পাদক। এছাড়াও তিনি দেশের বিভিন্ন মাদরাসা, মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, প্রধান মুরব্বি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ফতোয়া বৈধতার রায়ে দেশের শীর্ষ আলেম হিসেবে অ্যামিকাস কিউরি হিসেবে আদালত কে সহযোগিতা করেন।
এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিবের দায়িত্ব পালন করেছেন, মাওলানা আব্দুর রহমান কাশগরি (জন্ম: ১৯১২ সন - ইন্তেকাল: ১৯৭১ সন)। মাওলানা ক্কারী উসমান মাদানী (ইন্তেকাল : ১৯৬৪ সন)। মুফতী সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান বারকাতী (জন্ম: ১৯১১ সন - ইন্তেকাল : ১৯৭৪ সন)। মুফতি মাওলানা আব্দুল মুইজ (জন্ম : ১৯১৯ সন-ইন্তেকাল: ১৯৮৪ সন)। মাওলানা উবায়দুল হক (জন্ম: ১৯২৮ সন-ইন্তেকাল: ২০০৭ সন)। হাফেজ মুফতি মোহাম্মদ নূরুদ্দীন (জন্ম: ১৯৫৪ সন - ইন্তেকাল : ২০০৯ সন) ভারপ্রাপ্ত। প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন (জন্ম: ১৯৪৪-ইন্তেকাল: ২০২২ সন)। সূত্র: উইকিপিডিয়া
-এটি