রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


কারখানার লিফট ছিঁ’ড়ে অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ ১৪ জন আ’হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের প্রিন্ট কারখানার লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকও আছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকদের একটি সূত্র জানায়, নীট কনসার্ন প্রিন্ট (কেসিপি) কারখানার ওই লিফট দিয়ে মালামাল ওঠানামা করা হয়। সকালে অতিরিক্ত মালামাল তোলার ফলে লিফটি ছিঁড়ে পড়ে যায়। এ ঘটনায় একজন অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ অন্তত ১৪ জন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, আহত দু’জনের পা ভেঙে গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এ বিষয়ে নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে লিফট ছিঁড়ে শ্রমিক আহতের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মালামাল ওঠা-নামার জন্য ব্যবহৃত লিফটি অতিরিক্ত ওজনের কারণে ছিঁড়ে পড়ে গেছে। এতে ৮-১০ জন শ্রমিক আহতের খবর পেয়েছি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ