নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুচ্ছুন্নাহ মাদ্রাসার ৪১ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ মার্চ) বাদে যোহর মাহফিল শুরু হয়ে রাত সাড়ে ১১টায় দেশ, জাতি, ইসলাম ও মুসলিম বিশ্বের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা মুফতি ফয়জুল্লাহ।
প্রধান বক্তা বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নির্দেশ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচ আর তোমাদের অধীনস্থ পরিবার-পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নেক আমল এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম আর অধীনস্থদের ব্যাপারে উদাসীন থাকলাম, এটি আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে।
মাহফিলে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বয়ান করেন- ফটিকছড়ির জামিয়া বাবুনগরের মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসাইন, নোয়াখালী হাতিয়া উত্তর রেহানিয়া মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম কিবরিয়া আল মাদানী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ আজিজী প্রমূখ।
-এএ