আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা পণ্য আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ওয়্যার হাউজ সুপার রেজাউল হকের মৃত্যুতে এই ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার (২৭ মার্চ) দুপুর ১২টার পর থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হবে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, শনিবার (২৬ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ওয়্যার হাউজ সুপার রেজাউল হক মারা যান। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার সঙ্গে কথা আলোচনা করে দুপুর ১২টা পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সকল কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। দুপুর ১২টার পর থেকে বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।
-এএ