আওয়ার ইসলাম ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল থেকেই বন্দরের পণ্য লোড আনলোডসহ সব ধরনের বাণিজ্য বন্ধ রয়েছে।
বাংলা হিলি সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, আজ মহান স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিসহ সব প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।
পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি হওয়ায় আমদানি-রফতানি, পণ লোড-আনলোডসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় গতকালও বন্ধ ছিল আমদানি রফতানি-কার্যক্রম।
হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির অন্তর্ভুক্ত না। অন্য দিনের মতো আজকেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট যাত্রী দেশে ফিরতে পারবেন। তবে দেশ থেকে ভারতে যাচ্ছে না। কারণ আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ না থাকলেও ভারতীয় ইমিগ্রেশন পাসপোর্ট যাত্রী গ্রহণ না করায় কোনো যাত্রী যেতে পারছে না।
-এএ