মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


মানিকগঞ্জে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় নিখোঁজের এক দিন পর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরহাদের বাড়ি সংলগ্ন ধানখেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকেই ফরহাদ হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সন্ধান চেয়ে মাইকিং করা হয়। আজ সকালে নিজ বাড়ির কাছেই একটি ধানখেতের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ