রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় আনিছুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মাদ্রাসার সুপার মো. ছোরমান আলী বলেন, তার মাদ্রাসার এক ছাত্রীকে কয়েক দিন ধরে আনিছুর রহমান রাস্তায় এবং মাদ্রাসার আশপাশে নানাভাবে উত্ত্যক্ত করত। একপর্যায়ে বুধবার বিকেলে স্থানীয় লোকজন আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে এই দণ্ড প্রদান করেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেন বলেন, স্থানীয়রা আনিছুর রহমানকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ