রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


তারাবির ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফ আলী ফারুকী।।

ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য মো. জলিল মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার জুমার নামাজের পরে পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মঙ্গলবার রাতে পাগলা থানায় একটি মামলা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লিদের আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। পরে হাতাহাতি শুরু হলে আ. আওয়ালসহ তার চার ছেলে ফারুক, মিশুম, মানিক, মাসুম ও মুসল্লি আ. রাজ্জাক ও সুমন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে আনসার সদস্য জলিল মিয়ার ওপর হামলা চালায়।

হামলায় জলিল মিয়া হাত, পা ও মাথায় গুরুতর জখমের শিকার হন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর মারা যায় সে।

নিহতের স্ত্রী মানসুরা আক্তার জানান, আবদুল আওয়াল ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, বিনা কারণে আওয়াল ও তার ছেলেরা আমার ভাইকে কুপিয়ে ভাইয়ের হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার চাই।

ঘটনায় অভিযুক্ত ফারুক মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ