আওয়ার ইসলাম ডেস্ক: ১৯ মার্চ থেকে শুরু হবে হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ পরিচালিত কেন্দ্রীয় নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ। প্রশিক্ষণটি চলবে পরবর্তী ৪০ দিন।
প্রশিক্ষণে নূরানী পদ্ধতিতে আরবি, বাংলা, ইংরেজি ও অংকের তরীকায়ে তালিম শিক্ষা দানের পাশাপাশি সুন্দর হাতের লেখা শিক্ষা দেয়া হবে।
এছাড়া তাহক্বীক, তারতীল, হদর, তাদবীর, মাখরাজ, সিফাত সুন্দর লাহজার মাধ্যমে কুরআন তেলাওয়াত ও বিশুদ্ধকরণ পদ্ধতি শেখানো হবে।
সহজ পদ্ধতিতে নাজেরা পড়ানো শিখানো হবে প্রশিক্ষণে।
হিসবুল মুয়াল্লিমের অধীনে ১ এপ্রিল থেকে দাওরা শিক্ষার্থীদের জন্য ২০ দিনের কোর্স রয়েছে। ১০ মে থেকে পরবর্তী ৪০ দিন একটি কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণের পর আকর্ষণীয় বেতনে খেদমতের ব্যবস্থা রয়েছে ।
প্রশিক্ষণ প্রার্থীদের জাতীয় পরিচয় পত্রের এক কপি ছবি ও মশারী সাথে নিয়ে আসার কথা বলা হয়েছে।
যোগাযোগ: ০১৯৯৫-৮৬৯৮০৫, ০১৯৮৫-৮৬৯৪০৫
এনটি