শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

গুগলের ২৩২ ভুল ধরিয়ে পেলেন ৬৫ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুগলের ভুল ধরিয়ে ভারতীয় এক সাইবার-সিকিউরিটি এক্সপার্ট পেলেন ৬৫ কোটি টাকা। গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সিকিউরিটি সিস্টেমর বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়ে তিনি এই পুরস্কার পান। সম্প্রতি গুগলের ব্লগ পোস্ট এ বিষয়ে নিশ্চিত করেছে।

এ ব্লগ পোস্টে গুগল জানায়, আমান পাণ্ডে নামের একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট গুগল-এর একাধিক ভুলত্রুটির রিপোর্ট জমা দিয়ে টপ মোস্ট রিসার্চার হয়েছেন। কেবল ২০২১ সালেই গুগল-এর ২৩২টি ভুল ধরেছিলেন তিনি।

আমান এনআইটি ভোপাল থেকে গ্র্যাজুয়েট হন। ২০২১ সালেই তিনি বাগসমিরর নামক সংস্থা প্রতিষ্ঠা করেন। যদিও গুগলের ভুলত্রুটি ধরা শুরু করেছিলেন ২০১৯ সাল থেকে।

গুগল-এর ভালনারেবিলিটিজ দলের সদস্য সারা জেকবস জানিয়েছেন, ২০১৯ সালেই আমান প্রথম রিপোর্টটি জমা দিয়ে দিয়েছিলেন।। এখনও পর্যন্ত গুগল-এর অ্যান্ড্রয়েড ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রামে মোট ২৮০টি রিপোর্ট সাবমিট করেছেন পাণ্ডে, যা প্রোগ্রামটিকে সফল হওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে।

তবে এই ধরনের ভালনারেবিলিটিজ শুধু মাত্র গুগল-এর মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের জন্য হয়ে থাকে এমনটা নয়। সেই সঙ্গেই আবার গুগল ক্রোম, সার্চ, প্লে এবং অন্যান্য প্রডাক্টের ক্ষেত্রেও তা হয়ে থাকে। যারা সবথেকে গুরুত্বপূর্ণ কিছু ভুল ধরে থাকেন, তাদের ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয় গুগল। মধ্যপ্রদেশের আমান পাণ্ডেও এই ৮.৭ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা পুরস্কার জিতে নিলেন।

ভুল ধরা বা অভিযোগ করা যে কোনও সময় খারাপ নয়, তা প্রমাণ করে দেয়। এই ধরনের ভালনারেবিলিটিজ প্রোগ্রাম। গুগল-এর ভিআরপি বা ভালনারেবিলিটিজ রিওয়ার্ড প্রোগ্রাম বহু দিন ধরেই হয়ে আসছে। এই ধরনের প্রোগ্রামকে প্রযুক্তির ভাষায় বলা হয় বাগস বাউন্টি। শুধু গুগল নয়। অ্যাপল বা মাইক্রোসফট-এর মতো সংস্থাও এই ধরনের প্রোগ্রাম করে থাকে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ