মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে সম্পর্ক গড়বে না তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের স্বার্থ বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্ক কূটনৈতিক সম্পর্ক গড়বে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় বৃহস্পতিবার গণমাধ্যম টিআরটি হাবারের সঙ্গে এমনটি জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

তিনি জানান, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখলেও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন হবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নতুন করে তিনি আলোচনা শুরু করেছেন। যিনি ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্র গঠনে বিশ্বাসী বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইসরায়েল বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। দুই রাষ্ট্র নীতিতে দুই দেশের সঙ্গে সম্পর্ক আছে এমন দেশ হিসেবে আমরা পূর্বে যা করেছি তাই করব। সূত্র: ডেইলি সাবাহ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ