কাউসার লাবীব: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা নিজেদের স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করেছে। যখন প্রয়োজন শেষ তখন ছুড়ে ফেলেছে।
চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের পরিচালকের সাথে একান্ত ভার্চুয়াল সাক্ষাতকারে পাক প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, আফগানিস্তানের পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দায়ী করে আসছে। অথচ আমি সেই প্রথম দিন থেকেই আফগানিস্তানে শুরু হওয়া আমেরিকারের সামরিক অপারেশনের বিরোধিতা করেছি। আফগানিস্তানের সার্বভৌম জনগণ কখনই বিদেশি আধিপত্য স্বীকার করেনি।
ইমরান বলেন, আমেরিকানরা আফগানিস্তানের ইতিহাস পড়েনি। যারা আফগানদের ইতিহাস পড়েছে তারা কখনোই আমেরিকার মতো এমন ভুল করবে না। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি ফিরে এসেছে। বর্তমানে সেখানে কোনো সংঘাত নেই। পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে তালেবানকে কোনঠাসা করে রেখেছে। সূত্র, ডেইলি পাকিস্তান।
-কেএল