মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা থেকে বিরত রাখা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী ।। ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রিদের হিজাব পরা নিষিদ্ধ করার প্রেক্ষাপটে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি বলেছেন, কর্ণাটক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।

ধর্মীয় সম্প্রীতি তার বৈশিষ্ট্য। কিন্তু আফসোস এখানেও জাতীয় ঐক্যকে ছিন্নভিন্ন করার অপচেষ্টা চলছে। এডিপি ও কর্ণাটকের অন্যান্য কিছু স্কুলে মুসলিম মেয়েদের হিজাব পরা থেকে বিরত রাখা এই ধরনের ষড়যন্ত্রের অংশ।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর তীব্র নিন্দা জানায়। পোশাক ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এই সমস্যাটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রের মধ্যে পড়ে; তাই বিষয়টিকে ইস্যু বানিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়।

প্রতিটি শ্রেণীর তাদের পছন্দের পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। ভারতে ধর্মনিরপেক্ষতার মানে এই নয় যে কোনও ব্যক্তি বা গোষ্ঠী তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করবে না।

হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষতার ব্যাপার যে সরকারের সম্মতি ছাড়া সব নাগরিকের ওপর কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয় চাপিয়ে দেওয়া উচিত নয়। অতএব, কর্ণাটক সরকারের উচিত, সরকারি স্কুলে কোনো নির্দিষ্ট পোশাক পরার আদেশ না দেওয়া উচিত এবং কোনো গোষ্ঠীকে তার পছন্দের পোশাক পরতে নিষেধ করা উচিত নয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ