মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কর্নাটক হাইকোর্টে হিজাব পরার বৈধতা নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের আলোচিত হিজাব-বিতর্ক নিয়ে মামলায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চে শুনানি আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সময় আজ দুপুর ৩টায় এ মামলার শুনানি হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার বৈধতা নিয়ে মামলা গতকাল বুধবার বৃহত্তর বেঞ্চে পাঠান হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ। ফলে সমতা নষ্ট হতে পারে এমন পোশাক স্কুল-কলেজে পরা যাবে না বলে যে নির্দেশ রাজ্যের বিজেপি সরকার জারি করেছিল, তা এখনও বলবৎ রয়েছে বলে জানিয়েছে সরকার। হিজাব-বিতর্কের মীমাংসা আপাতত হয়নি। এখন অপেক্ষা মামলার শুনানির।

গত মাসে কর্ণাটকের উদুপির পিইউ কলেজে হিজাব পরে আসা ছয় ছাত্রীকে ক্লাস করতে না দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হিজাবের প্রতিবাদে গেরুয়া স্কার্ফ বা উত্তরীয় গলায় দিয়ে আসতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে। হিজাব পরা ও না পরার পক্ষে ক্রমে শক্তিশালী হয়েছে মত। গতকালও এ নিয়ে বিক্ষোভ-প্রতিবাদসহ সহিংসতা দেখেছে কর্ণাটক।

উদুপির পাঁচ শিক্ষার্থী হিজাব পরার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন। গতকাল এক দফা শুনানি হয়েছিল। হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত জানান, সাধারণত ব্যক্তিগত আইনের প্রশ্নের বিচার করে বৃহত্তর বেঞ্চ।

গতকাল রাতে জানানো হয়, হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্তির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ এ মামলা শুনবে। অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দিতে নির্দেশ চেয়েছিলেন পাঁচ শিক্ষার্থীর আইনজীবীরা। কিন্তু বিচারপতি জানান, এ নিয়ে বৃহত্তর বেঞ্চেই শুনানি হতে হবে। বেঞ্চের অন্য দুজন সদস্য হলেন—বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত ও বিচারপতি জে এম খাজি। এর আগে গতকাল বুধবার বিচারপতি দীক্ষিত মামলাটি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে পাঠান।

বিচারপতি দীক্ষিতের এ নির্দেশের পরে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বি সি নাগেশ জানিয়ে দেন, আপাতত সরকারের জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকছে।

এদিকে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রায় ২০০ নারী শিক্ষার্থী কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীদের প্রতি তাঁদের ‘অপ্রতিরোধ্য ও নিঃশর্ত সমর্থন’ জানিয়েছেন। জেএনইউ’র শিক্ষার্থীরা বলেছেন—নারীর হিজাব পরা নিষিদ্ধ করা রাজ্য এবং এর প্রতিষ্ঠানগুলোর ‘পুরুষতান্ত্রিক এবং ইসলাম নিয়ে আতঙ্কের প্রবণতা’র প্রতিফলণ।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ