আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছরের ইতিহাসে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে।
ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্ক এমনটি জানিয়েছে।
মেটা জানিয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী ছিল ১৯৩ কোটি।
ফেসবুকের আয় নিয়েও সতর্কবার্তা দিয়েছে মেটা। বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিযোগী টিকটক ও ইউটিউবের চেয়ে তাদের আয় কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়ার পরিমাণ কমিয়েছে। মেটার পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর টুইটার, স্ন্যাপচ্যাট ও পিনট্রেস্টের শেয়ারের দামও কমেছে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ব্যবসা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী ফেসবুক ব্যবহার কমিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করেছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার শেয়ারের দাম এর স্টক মার্কেট ভ্যালু থেকে ২০০ কোটি ডলার কমে গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ মন্দা সময় পার করছে ফেসবুক। এমনকি রাজস্ব আয়ে টিকটক ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে চ্যলেঞ্জের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।
কারণ এর বিজ্ঞাপনদাতরাও অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিজ্ঞাপন থেকে এই প্ল্যাটফর্মের আয় আগের তুলনায় কমে গেছে।
-এটি