আওয়ার ইসলাম ডেস্ক: তাঁবুর বদলে ঘর’ এই লক্ষ্যকে সামনে রেখে সিরিয়ান শরণার্থীদের জন্য একটি গ্রাম নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইবরাহিম খলিল নামের এক ফিলিস্তিনি যুবক। লক্ষ্য পূরণে ইতোমধ্যে তিনি এক মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছেন।
শনিবার তুর্কি গণমাধ্যম নিউ তুর্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শরণার্থীদের জন্য তাঁবুর বদলে বাসযোগ্য ঘর তৈরি করে দেয়া হবে।
ইবরাহিম খলিল ফিলিস্তিনের অলাভজনক বেসরকারি দাতব্য সংস্থা ‘জামইয়্যাতুল কুলুব আর রহিমাহ আল খাইরিয়্যাহ’র সহযোগিতা নিয়ে এক মিলিয়ন মার্কিন ডলারের ব্যবস্থা করেছেন।
ফিলিস্তিনি গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো- ২৭০টি ফ্ল্যাট বিশিষ্ট একটি গ্রাম নির্মাণ করা, যেখানে মসজিদ, মাদরাসা, স্বাস্থ্য ও বাণিজ্য কেন্দ্রসহ উত্তর সিরিয়ায় বসবাসরত শরণার্থীদের প্রয়োজনীয় সব কিছুই থাকবে।
প্রতিটি ঘর তৈরিতে প্রায় ২ হাজার ৭০০ মার্কিন ডলার ব্যয় হবে। ফিলিস্তিনের সাধারণ জনগণই তাদের সিরিয়ান ভাই-বোনদের সহযোগিতাস্বরূপ এসব অর্থ দান করেছেন, যারা এখন খোলা আকাশের নিচের শরণার্থী শিবিরগুলোতে শীত ও তুষারপাতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন।
সূত্র: নিউ তুর্ক পোস্ট ডটকম।
এনটি