আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে জাহিন নিটওয়্যারস নামক পোশাক কারখানায় সংঘটিত আগুন প্রায় ৮ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
এর আগে সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন তিনি।
তিনি জানান, এর আগে সাড়ে ৯টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। তখন একটি ভবনে আগুন নিয়ন্ত্রণে আসেনি তাই তিনটি ইউনিট সেখানে কাজ করছিল। রাত ১২টা ২০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে আগুন। আমরা ডাম্পিংয়ের কাজও প্রায় শেষ করেছি।
উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন আরও জানান, কারখানাটির বেশিরভাগ বিল্ডিংয়েই কাপড়, সুতা, তুলা জাতীয় জিনিস আছে। এ জাতীয় জিনিসে খুব সহজেই আগুন ধরে যায় এবং দ্রুত ছড়ায়। যখন চারটাতে একসাথে আগুন জ্বলছিল এটার ভয়াবহতা অনেক বেশি ছিল। আমাদের ফায়ার ফাইটাররা আগুন লাগা চারটা ভবনের মধ্যে তিনটা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে একটায় এখনও কিছুটা জ্বলছে।
এখনও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই জানিয়ে তিনি বলেন, কেউ নিখোঁজ এমন অভিযোগ আমরা পাইনি। এই বিল্ডিংগুলো যেহেতু স্টিলের সে কারণে আগুনে এগুলো গলে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
তিনি আরও বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করবো। তারা দেখবে আগুনটা কীভাবে লেগেছে কীভাবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে ছড়িয়েছে।
-এএ