আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন; আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোটা দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত। দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে উপনীত। তাই সারা দেশের সকল মসজিদে করোনা ও ওমিক্রন ভাইরাসের মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে আল্লাহর করুণা কামনা করে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও তওবাহ করা জরুরি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, দেশের সকল মসজিদের ইমাম, খতীব ও ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল জুম্মার নামাজের পর বিশেষভাবে দোয়া করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতিতে খতীবদের প্রতি আহবান জানিয়ে আরো বলা হয়; মসজিদে মসজিদে খুৎবায় খতীবগন করোনা-ওমিক্রন, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের দিক নির্দেশনা তুলে ধরবেন। দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোকপাত করবেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপর মুসল্লিদেরকে সচেতন করবেন।
আল্লাহ আমাদেরকে সকল মহামারি ও বালা-মুসিবত থেকে হেফাজত করুন, আমীন।
-এটি