মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাওলানা জাফরুল্লাহ খানের জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হাজারো ভক্ত, ছাত্র-শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে মাওলানা জাফরুল্লাহ খানের জানাজা।

আজ শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নেত্রকোনা সদরের মালনি হুসাইনিয়া মাদরাসার মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ঢাকার মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবু জাফর কাসেমী, ময়মনসিংহের মাওলানা আব্দুল রহমান হাফেজ্জি, নেত্রকোনার মাওলানা আব্দুল কাইয়ুম। জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শিক্ষক আরও অনেকে।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রামে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

চট্টগ্রামের দামপাড়ায় আল জামেয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দিতে তিনি সেখানে যান। জাফরুল্লাহ খান কিডনির রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মাওলানা জাফরুল্লাহ খান বাংলাদেশ খেলাফত আন্দোলন একাশেংর আমির ও ঢাকার কেরানীগঞ্জের দিয়ানগরের মাশরাবুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ