আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মেনে পুলিশ সপ্তাহের আয়োজন করা হচ্ছে। এবার অনুষ্ঠানে যোগ দিতে লাগবে করোনা নেগেটিভ সনদ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। এতে পুলিশের দাবিগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীকে জানানো হবে।
রোববার (২৩ জানুয়ারি) ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানে এবারের পুলিশ সপ্তাহ আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ১১টি ইউনিট প্যারেডের মধ্যে ৯টি ইউনিট অংশ নেবে। প্যারেডে অংশ নিতে ঢাকার বাইরে থেকে পুলিশের কোনো সদস্যকে আনা হয়নি। রেঞ্জ ডিআইজি (উপ-মহাপরিদর্শক), ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দেওয়া সবার করোনার নেগেটিভের সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বার্ষিক পুলিশ প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।
এবারের পুলিশ সপ্তাহে ২৫ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী ও ২৭ জানুয়ারি বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মুহা. কামরুজ্জামান বলেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষাপূর্বক কোভিড নেগেটিভ সনদ আনতে হবে। যাদের সনদ থাকবে না তাদের অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
-এএ