নুরুদ্দীন তাসলিম।।
হাফেজ শিক্ষকদের বেতন নির্ধারণ বিষয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের নামে গুজব ছড়ানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বোর্ডের মহাসচিব স্বাক্ষরিত প্যাড কপি করে একটি পোস্টের মাধ্যমে এই গুজব ছড়ানো হয়েছে। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন।
‘অযোগ্য অন্যায়কারী মোহতামিমদের যতসব অপকর্ম প্রমাণসহ প্রকাশ করুন’ নামের এক ফেসবুক গ্রুপে একটি আইডি থেকে এই গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গুজব ছড়ানো পোস্টের শুরুতে বড় অক্ষরে ‘হুফফাজ বার্তা’ লিখে পরবর্তীতে উল্লেখ করা হয়েছে, ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের অধিবুক্ত সকল মাদ্রাসা সমূহের পরিচালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সারাদেশে হিফজ বিভাগসমূহের শিক্ষকদের বেতন স্কেল ১৫,০০০ হাজারের নিচে যেন না হয়। প্রশাসনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্ট দের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নামে ছড়িয়ে পড়া ফেইক বার্তা
[caption id="" align="alignnone" width="361"] হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বলছে এই বিজ্ঞপ্তিটি ফেইক ও ইডিট করা।[/caption]
হাফেজ শিক্ষকদের বেতনের বিষয়ে হুফফাজের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তির বিষয়ে সরাসরি হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছেন। এটি গুজব এবং এডিট করা ফেইক পোস্ট বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বোর্ডে সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন।
ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতিবাদ জানিয়ে হিফজ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ১৭ ঘন্টা আগে (প্রতিবেদন লেখার সময়) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের নিজস্ব ফেসকুব পেইজে আপলোড করা হয়েছে।
হুফফজের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করা বিজ্ঞপ্তি
[caption id="" align="alignnone" width="420"] হুফফজের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পোস্ট করা বিজ্ঞপ্তি।[/caption]
যেখানে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে উল্লেখ করা হয়েছে, হুফফাজের পক্ষ থেকে এমন অযৌক্তিক, অগ্রহণযোগ্য পোস্ট কখনো করা হয়নি। যে গ্রুপ বা ব্যক্তি থেকে এমন অবাঞ্চিত পোস্টটি করা হয়েছে তার সঙ্গে হুফফাজের কোন প্রকার সম্পর্ক নেই।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের থানা জেলা ও বিভাগীয় কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়াও গুজব ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করে কেন্দ্রকে অবহিত করার কথা বলা হয়েছে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে গুজব বলে দাবি করা মূল পোস্টটি ‘অযোগ্য অন্যায়কারী মুহতামিমদের যতসব অপকর্ম প্রমাণসহ প্রকাশ করুন’ নামক গ্রুপে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে আওয়ার ইসলামের পক্ষ থেকে। তবে সেই পোস্ট পাওয়া না গেলেও বেতন বাড়ানো সংক্রান্তকে পোস্টটিকে গুজব বলে লাল কালিতে চিহ্নিত করে বেশ কয়েকটি পোস্ট দেখা গেছে গ্রুপটিতে।
[caption id="" align="alignnone" width="185"] বেতন সংক্রান্তকে পোস্টটিকে গুজব চিহ্নিত করে সেই গ্রুপে আপ করা পোস্ট।[/caption]