মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

এখনো শঙ্কা কাটেনি খালেদা জিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। অবনতিও নেই। শরীরের ‘প্যারামিটারগুলো’ আগের মতোই ওঠানামা করছে। আশঙ্কাজনক অবস্থা এখনো কাটেনি তাঁর। মেডিকেল বোর্ডের সদস্যরা ‘ক্লোজ’ মনিটরিং করছেন। প্রয়োজনীয় ওষুধপত্র দিচ্ছেন।

গতকাল রোববার রাতেও তারা বৈঠক করে অবস্থার পর্যালোচনা করেছেন। সংশ্লিষ্ট চিকিৎসক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, করোনা বা ওমিক্রন ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় সতর্কতার অংশ হিসেবেই মূলত হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। কেবিনেও সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই এটা করা হয়েছে। তবে তাকে (গুলশানের) বাসায় নেওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। দেশব্যাপী মহামারির মাত্রা আরও বেশি মাত্রায় বেড়ে গেলে তাকে বাসায়ও নিয়ে যাওয়া হতে পারে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আশঙ্কাজনক অবস্থার মধ্যেই রয়েছেন তিনি।’

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ