আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, আফগানিস্তান দক্ষ জনবলের অভাবে স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
এমন খবর জানার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর নির্দেশ দেন।
এই প্রস্তাবের জন্য আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তিনি সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের জনবল তাদের লাগবে না।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ নির্দেশকে ভালোভাবে নেননি সাধারণ আফগানরা। তারা এর তীব্র প্রতিবাদ জানায়। এমনকি তালেবানের অনেক সদস্যও ইমরান খানের প্রস্তাবটিকে পছন্দ করেননি। এবার সাবেক প্রেসিডেন্ট হামিজ কারজাই ইমরান খানের প্রস্তাবের বিষয়ে মুখ খুলেছেন।
ইমরান খানকে জবাব দিতে এক বিবৃতিতে এ বিষয়ে হামিদ কারজাই জানান, আফগানিস্তানে দক্ষ জনবল বিশেষ করে পাকিস্তানের দক্ষ জনবল পাঠানোর যে প্রস্তাব ইমরান খান দিয়েছেন, এটিকে স্বাগত জানিয়েছেন হামিদ কারজাই। কিন্তু এমন জনবলের কোনো প্রয়োজন নেই।
হামিদ কারজাই জানিয়েছেন, আফগানিস্তানের অনেক ছেলে ও মেয়ে দেশটির বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। তারাই আফগানিস্তানের প্রয়োজনে কাজ করতে পারবেন।
সূত্র: দ্য খামা প্রেস।
এনটি