মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে সাহারানপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার
দেওবন্দ থেকে>

দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন সাহারানপুর জেলা স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান, অতিরিক্ত মুখ্যসচিব রজনিশ কুমার দুবে ও জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী ও অন্যান্য দায়িত্বশীলদের সাথে তারা দেখা করেন।

এসময় কর্মকর্তারা নতুন লাইব্রেরিসহ দারুল উলূম দেওবন্দের বিখ্যাত মসজিদ-ই-রশিদ, পুরাতন ইমারত ও ঐতিহাসিক গ্রন্থাগার পরিদর্শন করেন। তারা দারুল উলুম দেওবন্দের অবদান ও পরিষেবার প্রশংসা করেন।

এ সময় আল্লামা আবুল কাসেম নোমানী কর্মকর্তাদের সামনে দারুল উলুম দেওবন্দের ইতিহাসের উপর আলোকপাত করে বলেন, এই প্রতিষ্ঠানটি ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। যা দেশের স্বাধীনতা এবং স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সম্পূর্ণরূপে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান, যা সর্বদা শান্তি, ভ্রাতৃত্ব ও নিরাপত্তার শিক্ষা দেয়।

আল্লামা আবুল কাসেম নোমানী কর্মকর্তাদের দারুল উলুমের ইতিহাস সম্পর্কিত বইও উপহার দেন।

অতিরিক্ত মুখ্যসচিব রজনিশ কুমার দুবে বলেন, এটি একটি আনুষ্ঠানিক পরিদর্শন। দারুল উলূম দেওবন্দ সম্পর্কে অনেক কিছু শুনেছি ও পড়েছি কিন্তু কখনো আসা হয়নি। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আজ এখানে পৌঁছে খুব ভাল লাগছে। দায়িত্বশীলদের সাথে দেখা হয়েছে। ঐতিহাসিক গ্রন্থাগারটিও দেখা হয়েছে। তবে সেখানের দুর্লভ ও ঐতিহাসিক বইগুলো দেখে খুবই খুশি হয়েছি।

জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ সিং বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। দারুল উলুম দেখতে এখানে এসেছি। কোভিড নির্দেশিকা পালনের আবেদন জানিয়ে তিনি মাস্ক ইত্যাদি ব্যবহার ও টিকার উভয় ডোজ নেওয়ার উপর জোর দেন।

তিনি বলেন, আমাদের সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের একে অপরের সহযোগিতা প্রয়োজন এবং টিকা ও নির্দেশিকা মেনে চলা অত্যাবশ্যক।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর কমিশনার জ্ঞানেন্দ্র সিং, উপজেলা উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার, মহকুমা ম্যাজিস্ট্রেট দীপক কুমার, দারুল উলুম দেওবন্দের সহপরিচালক মাওলানা আবদুল খালিক মাদ্রাজি, সহপরিচালক মুফতি রশিদ আজমি, ছাত্রাবাসের প্রধান তত্ত্বাবধায়ক মাওলানা মুনির উদ্দিন কাসেমি, সাহারানপুর জামে মসজিদের ব্যবস্থাপক মাওলানা ফরিদ মাজাহিরি, মাওলানা হুসাইন মাদানি, মাওলানা মুর্তজা, মাওলানা আসজাদ, মাওলানা আব্দুল মালিক, আশরাফ উসমানি ও পন্ডিত সত্যেন্দ্র শর্মাসহ দারুল উলুমের অন্যান্য দায়িত্বশীল ও সরাকারি কর্মকর্তারা।

সূত্র: দেওবন্দ টাইমস

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ