আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের করোনা স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ বুধবার বিআরটিএতে বৈঠকের সব শর্ত উল্লেখ করে নির্দেশনা জারি হতে পারে। এতে বাস মালিক সংগঠনের নেতারা অংশ নেবেন।
অর্ধেক যাত্রী পরিবহনের বিপরীতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দিতে পারেন বাস মালিকরা।
করোনার সংক্রমণ রোধে গত সোমবার স্বাস্থ্যবিধিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। ১১ দফার প্রজ্ঞাপনের ৬ নম্বরে বলা হয়েছে, ‘ট্রেন, বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়া যাবে। সব ধরনের যানের চালক ও সহকারীদের কোভিড-১৯ টিকার সনদধারী হতে হবে।’
তবে প্রজ্ঞাপনে গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো কিছু বলা হয়নি। অর্ধেক যাত্রী পরিবহন করে কখনো ট্রেনের ভাড়া না বাড়লেও প্রতিবারই বেড়েছে বাসের ভাড়া। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি সরকারি প্রজ্ঞাপন ও বিআরটিএর নির্দেশনায় উল্লেখ ছিল। কিছুদিন আগে পরিবহন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাই এবার বাসের ভাড়া বাড়িয়ে নির্দেশনা জারি করা হবে কি না, সে প্রশ্ন রয়ে গেছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আগে যেমন অর্ধেক যাত্রী নিয়ে বাস চলেছে, এখনো সেভাবেই চলবে। আগে যেমন ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলেছে, এবারও তেমন হতে হবে।’
আন্ত জেলা বাসেও ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হবে কি না—এমন প্রশ্নে রাঙ্গা বলেন, ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব হবে না। তিনি বৈঠকে থাকবেন না জানিয়ে বলেন, তাদের পক্ষে কাল (আজ বুধবার) বৈঠকে এনায়েত উল্যাহ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেবেন।
বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বাসের ভাড়া বাড়াতে বৈঠক ডাকা হয়নি। করোনা স্বাস্থ্যবিধি পালনের শর্তগুলো জানাতেই এই বৈঠক।
বিআরটিএ সূত্র জানায়, করোনায় স্বাস্থ্যবিধি কিভাবে মানতে হবে, এরই মধ্যে সেই অভিজ্ঞতা বাস মালিকদের আছে। নির্দেশনা জারির আগে বিআরটিএ বাস মালিকদের সঙ্গে বসার কারণ হচ্ছে, সরকার এবারের প্রজ্ঞাপনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা উল্লেখ করলেও ভাড়া বাড়ানোর বিষয়ে কিছু বলেনি। তবে বিআরটিএ আরো কিছু শর্ত যুক্ত করে বাসের জন্য আলাদা নির্দেশনা জারি করতে পারে, এতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও থাকতে পারে।
তবে কিছুদিন আগে ভাড়া বৃদ্ধির পর মালিকদের আবার ভাড়া বাড়ানোর প্রস্তাব তোলা উচিত হবে না বলে মনে করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
-এএ