আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক শীর্ষ পাকিস্তানি তালেবান নেতা নিহত হয়েছেন। ওই পাকিস্তানি তালেবান নেতার নাম খালিদ বাল্টি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (পাকিস্তানি তালেবান বা টিটিপি) নামের এ সংগঠনের এক শীর্ষ নেতা মারা গেছেন। এ সংগঠনটির সাথে বর্তমানে সকল ধরনের শান্তি আলোচনা স্থগিত করেছে পাকিস্তান সরকার।
মঙ্গলবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, খালিদ বাল্টি বলে পরিচিত এ শীর্ষ পাকিস্তানি তালেবান নেতার অন্য আরেক নাম হলো মুহাম্মদ খোরাসানি। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র ছিলেন। তাকে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে হত্যা করা হয়। এ প্রদেশটি পাকিস্তান সীমান্তে অবস্থিত।
সূত্র: আল-জাজিরা।
এনটি