আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে সম্প্রতি বন্যা ও অতিরিক্ত তুষারপাতের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সস্থা এএনআই ও আফগান গণমাধ্যম খামা প্রেস নিউজ এজেন্সি।
জানা যায়, এই দুর্যোগ পরিস্থিতিতে আফগানিস্তান প্রশাসন প্রদেশের কর্মকর্তাদের আরও প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও ভারি তুষারপাত হতে পারে দেশটিতে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, তারা প্রদেশগুলোতে বিভিন্ন জরুরী উপকরণ পাঠিয়েছে। সেসব বিতরণের কাজ চলছে। তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন তুষারপাতের কারণে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সচল করতে সহায়তার জন্য।
ভারি তুষারপাত ও প্রচণ্ড বাতাসের কারণে আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে উত্তরের প্রদেশগুলোকে যুক্ত করা সালাং বিশ্বরোডটি বন্ধ আছে। বর্তমানে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ৩২টি প্রদেশে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এর প্রভাবে বিভিন্ন প্রদেশে বন্যা দেখা দিয়েছে এবং অনেক রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
-কেএল