মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ফয়সালা রাজপথেই হবে: বললেন ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হারিয়ে যাওয়া রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে আনার ফয়সালা রাজপথেই হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

‘৩০ ডিসেম্বর নিশিরাতে ভোটের তৃতীয় বার্ষিকী’ ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকে অনেক কিছু বলেন। আওয়ামী লীগ সব সময় বলে উন্নয়ন। অনেক উন্নয়ন করে ফেলেছি। কিন্তু আমরা রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলেছি।’

তিনি বলেন, ‘এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে হলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংগঠিত করতে হলে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে এবং বেগম খালেদা জিয়াকে যদি বের করে আনতে চাই… তাহলে আন্দোলনের কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আসুন, এই মুহূর্ত থেকে আমরা এগিয়ে যাই, ঐক্য সৃষ্টি করি। রাজপথেই ফয়সালা হবে।’

দলের চেয়ারপারসনের অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘গণতন্ত্রের প্রতি আস্থা ও বিশ্বাস এত বেশি যে তিনি এখন পর্যন্ত বন্দি, হাসপাতালে আছেন। অত্যন্ত জটিল দুরূহ রোগে আক্রান্ত হয়ে আছেন। তার চিকিৎসকরা বলছেন- তাকে বাইরে নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু তিনি মাথা নত করছেন না।’

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘এক-এগারোর ঘটনা যে ঘটেছে। … যে কথা দাদা (গয়েশ্বর চন্দ্র রায়) বললেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পুরোপুরিভাবে বাংলাদেশকে একটা বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া।’

‘আপনাদের মনে থাকার কথা, ১/১১ পরে ফখরুদ্দিন-মইনউদ্দিনের যে স্লোগানটা ছিল- মাইনাস টু। পরে সেটাকে শেখ হাসিনা তাদের সঙ্গে আঁতাত করে মাইনাস ওয়ানে নিয়ে এসেছেন’ যোগ করেন তিনি।

আমলারা এখন একেবারে আকাশে উঠে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিক ও আওয়ামী লীগের নেতাদের কোনো মূল্যই নেই। একজন ওসি সরাসরি বলেন- আপনারা কে? আপনাদের তো আমরাই বানিয়েছি।’

বিএনপি মহাসচিবের সভাপতিত্বে ও দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী অপর্ণা রায়, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ