শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিয়ে স্ত্রী কি আরেকজনকে বিয়ে করতে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোরশেদ আলম নামে একজন জানতে চেয়েছেন, আমি একজন কে বিয়ে করতে চাই, যে কি না তালাক প্রাপ্ত। সে তার সাবেক স্বামী কে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছিলো এবং সেটা ২ বছর আগে… এখন আমার জানার বিষয় হচ্ছে তার তালাক দেয়াটা বিশুদ্ধ হয়েছে কি না? আমি কি তাকে বিয়ে করতে পারবো? অনুগ্রহ করে জানাবেন

উত্তর-

যদি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করা থাকে লিখিত বা মৌখিকভাবে, তাহলে যেসব শর্ত পাওয়া গেলে অধিকার প্রাপ্ত বলে অধিকার দিয়েছে, সেসব শর্ত পাওয়া গেলে স্ত্রী নিজের উপর তালাক পতিত করতে পারে।

তালাক পতিত করার পর ইদ্দত শেষে আপনাকে হোক বা যে কাউকে উক্ত মহিলা শরয়ী বিয়ে নীতি মেনে বিয়ে করতে পারবে।

কিন্তু স্বামী কর্তৃক তালাকের অধিকারপ্রাপ্ত না হয়, কিংবা যেসব শর্তে অধিকার দেয়া হয়েছে, সেসব শর্ত পাওয়া না যায়, তাহলে কোর্টের মাধ্যমে তালাক দিলেই তালাক হবে না। তাই তাকে বিয়ে করাও আপনার জন্য বৈধ হবে না।-সূত্র, আহলে হক মিডিয়া।

وفي رد المحتار- وأنواعه ثلاثة : تفويض ، وتوكيل ، ورسالة وألفاظ التفويض ثلاثة : تخيير وأمر بيد ، ومشيئة . (رد المحتار-كتاب الطلاق، باب تفويض الطلاق-4/452

ومحله المنكوحة واهله زوج عاقل بالغ مستيقظ (الدر المختار مع رد المحتار-4/431، مجمع الانهر-2/4، النهر الفائق-2/310)

فى الدر المختار: (قَالَ لَهَا طَلِّقِي نَفْسَك وَلَمْ يَنْوِ أَوْ نَوَى وَاحِدَةً) أَوْ ثِنْتَيْنِ فِي الْحُرَّةِ (فَطَلَّقَتْ وَقَعَتْ رَجْعِيَّةً، وَإِنْ طَلَّقَتْ ثَلَاثًا وَنَوَاهُ وَقَعْنَ (رد المحتار، كتاب الطلاق، باب الأمر باليد-4/575

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ