আবদুল মুনতাকিম।।
ফাঁস হয়ে যাওয়া অডিও কল রেকর্ড শুনলাম ।নর্থ বেঙ্গলের একজন এমপি মহোদয়,তার এলাকার চেয়ারম্যান পদপ্রার্থীর নিকট ১ লক্ষ টাকা চেয়েছেন। এর নাম ঘুষ না চাঁদা জানিনা।প্রার্থী ১ লাখ দিতে রাজী হলেন।এরপর জিজ্ঞেস করলেন, ভাইসাব নমিনেশন পাবো তো? এমপি বললেন, ইনশাআল্লাহ, পাবে তুমি নমিনেশন। উপরওয়ালার উপর ভরষা রাখো।দেখুন কতবড় গাদ্দারি মহান রবের সাথে।নিবেন অবৈধ অর্থ, আবার ভরষা রাখতে বলেন উপরওয়ালার।
আদালতের রায়ে ক্রিকেটার নাসির ও তামিমার বিবাহ বৈধ ছিলো না।বেহায়া একটা মেয়ে,নেটের জগতে তাকে সবাই ঘৃনা করছে।আগাম জামিন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিমা বলছিলেন, ইনশাআল্লাহ, সত্যটা বেরিয়ে আসবে।১৫ সেকেন্ডে ৩ বার ইনশাআল্লাহ বলেছেন।বাহ্... বাহ!
সম্প্রতি যে কথাটি মিডিয়ায় ভাইরাল তা হলো, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম নয়। বাহাত্তরের সংবিধানে আমরা ফেরত যাবো ইনশাআল্লাহ। এখানে তাহলে ইসলাম বাদ দিতেও ইনশাআল্লাহ এর ব্যবহার করা হলো। সিনেমার এডে পবিত্র এ জুমলা টির ব্যবহার আরও অসহনীয়।বলার ধরন দেখুন, লক্ষ দর্শকের বহু আকাঙ্ক্ষার ছবি "বৃষ্টি -দ্য রেইন" মুক্তি পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। এরকম বহু উদাহরণ দেয়া যায়।
ইনশাআল্লাহ শব্দের মানে হচ্ছে, মহান আল্লাহ যদি চান তাহলে বা যদি আল্লাহ পাকের ইচ্ছা হয়। ভবিষ্যতে কাজটি হবে,কাজটি করবো বা এটি ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নত। যেমন- ইনশাআল্লাহ, আমি আগামীকাল কুমিল্লা যাবো। বা এখন থেকে কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ।
কিন্তু আমরা এ-ই সুন্নাতে রাসুল সা. বা ইনশাআল্লাহ শব্দের ব্যবহারে গুনাহ অর্জন করছি কিনা ভাবতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া জরুরি। ইফা কর্তৃক ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রচার দরকার।এভাবে মাশাআল্লাহ, সোবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দগুলোর ব্যবহার ও অনেকেই জানেনা।প্রচার করলে দেশের কোটি মানুষ উপকৃত হবে। যারা না বুঝে ইনশাআল্লাহ এ-র অপব্যবহার করছেন দয়া করে বন্ধ করুন।যারা বুঝে ভণ্ডামি করছেন, মনে রাখবেন পরকাল একটা আছে।
-এটি