শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

জীবনের মোড় ঘুরিয়ে দেয়া বই ‘চেইঞ্জ দ্যা লাইফ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আমরা নানা ধরনের গুনাহ করি। সামান্য অর্থ লোভে অন্যের টাকা আত্মসাৎ করি। অহেতুক মিথ্যা কথা বলি। আমানতের খেয়ানত করি। দৃষ্টি, জবানের হেফাজত করি না। আরও কত গুনাহ আমরা করি। তার কোন ইয়াত্তা নেই। শয়তানের ও নফসে আম্মারার (কুপ্রবৃত্তি) প্ররোচনায় আমরা গুনাহ করি।

আমাদের অন্তর বিভিন্ন ধরণের ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধি ভালো কাজে আমাদের বাধা দেয়। খারাপ কাজ করতে প্ররোচিত করে। অন্তর পরিশুদ্ধ হলে আমাদের কাজ-কর্মও শুদ্ধ হবে। বেঁচে থাকতে পারব গুনাহ থেকে, অন্যায়-অপরাধ থেকে।

‘চেইঞ্জ দ্যা লাইফ’ বইটিতে হাদীসের আলোকে আত্মশুদ্ধি। গুনাহ থেকে বিরত ধাকার উপায়। দুনিয়ার লোভ থেকে বিরত থাকা। অহংকার থেকে বিরত থাকা। নম্র স্বভাবের হওয়াসহ বিভিন্ন বিষয়ে কুরআন হাদীসের আলোকে আলোচনা করা হয়েছে। যৌক্তিকভাবেও বিভিন্ন বিষয় ব্যাখ্যা করা হয়েছে।

জেনে নেই কিতাবটি কেন পড়বেন?

ক . গোনাহের এর থেকে বাঁচার বেশ কিছু কার্যকরী টিপস দেওয়া আছে।

খ. রাসূল কোন পদ্বতীতে আত্মশুদ্ধি করেছেন কোরআন ও সুন্নাহর আলোকে তার দালিলিক আলোচনা করা হয়েছে।

গ. মৃত্যুর প্রস্তুতি কিভাবে নিতে হয় তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ঘ. একজন মানুষের পূর্ণ জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাহ নিয়ে আলোচনা করা হয়েছে।

কিতাবের বৈশিষ্ট্য: ১ . যারা জীবন পরিবর্তন করতে চায় তাদের পথ দেখানো।
২ . যারা গোনাহ্ মুক্ত জীবন গঠন করতে চায় তাদেরকে সাহস যোগানো ।
৩ .যারা সুন্নাহর তুলি দিয়ে জীবন কে রাঙাতে চায় তাদের দিল জুড়ানো।
৪ . যারা গোনাহের মধ্যে ডুবে আছে, তাদের ঘুম ভাঙানো।
৫. যারা সুন্নাহর বাইরে মনগড়া পদ্ধতি কে আধ্যাতিকতা মনে করে তাদের ভুল ভাঙানো।
৬ .জীবন ঘনিষ্ঠ কিছু কমন সমস্যার সমাধান বোঝানো।
৭ .দীনের পথে চলতে গিয়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হন তাদের সাহস বাড়ানো।
৮. যারা দুনিয়ার ভোগবিলাসের মধ্যেই জীবনের সার্থকতা খুঁজে তাদের জীবনের মোড় ঘুরানো।

এক নজরে বই

বই: চেইঞ্জ দ্যা লাইফ
লেখক: শায়েখ আবু সালেহ মোহাম্মদুল্লাহ
খতিব, কেন্দ্রীয় মসজিদ মিরপুর-১১ ঢাকা।
পরিচালক, জামেয়া মারকাযুস সুন্নাহ মিরপুর ১২
নাজেমে তা'লীমাত , জামেয়া মুহাম্মাদিয়া মিরপুর -৭ ঢাকা।
কিতাবের দাম: ১৫০ টাকা

প্রাপ্তিস্থান : ১ . খিদমাহ .শপ বাংলা বাজার,ঢাকা। ২ .মাকতাবাতুজ জাকারিয়া, মিরপুর ৬,ব্লক ডি,রোড নং ৬,বাসা নং ৩২,মুবাইল- 01712959541 ৩ .মারকাযুস সুন্নাহ ১০/৬, পল্লবী, মিরপুর-১২ ঢাকা। তাছাড়া 01639203261 নম্বরে যোগাযোগ করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পৌঁছে দেওয়া হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ