সুহাইল আবদুল কাইয়ুম।। জামিআ ইসলামিয়া ঢাকার সাথে সম্পৃক্ত এমন কাউকে পাওয়া যাবে না, যিনি জামিআ ইসলামিয়া ঢাকার নায়িব সাহেব মুফতী ইমদাদুল হক সাহেবকে চিনেন না।
মাদরাসার জন্য নিবিদিত প্রাণ একজন ব্যক্তি। মাদরাসার এক কাজে আজ তিনি বাদ আসর এক জায়গায় গিয়েছিলেন। আসার পথে পেছন দিগ থেকে এসে একটি কুকুর তাকে কামড় দিয়ে চলে যায়। এতে প্রচুর ব্লাডিং হয়। পায়জামা ছিড়ে যায়।
সাথে সাথে তাকে নিয়ে ঢাকা মেডিকেল আসি। দায়িত্বরত মেডিকেল অফিসার জানায়, ঢাকা মেডিকেলে জলাতঙ্কের টিকা দেওয়া হয় না। আমাদেরকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল যেতে বলেন তারা। আমরা এখন মহাখালী যাচ্ছি। সিএনজিতে আছি।
এ পরিস্থিতিতে আমার মনে হয়েছে, সবাইকে সতর্ক করা দরকার। জানিয়ে দেওয়া দরকার সবাইকে এখন কুকুরে কামড় দেওয়ার মৌসুম চলছে। সাধারণত আগস্ট থেকে নভেম্বরের সময়টুকুতে কুকুর কামড়িয়ে থাকে। এ সময়টাতে সবার সতর্ক থাকা উচিত। কুকুর কামড় দেওয়ার জন্য কুকুরকে উত্তেজিত করার প্রয়োজন নেই। নায়েব সাহেব কিন্তু কুকুরকে খুঁচা দেননি। কামড় খাওয়ার আগে কুকুরকে তিনি দেখেনও নি।
অতএব এ সময়ে প্রয়োজন ছাড়া ঘোরাফেরা না উচিত। প্রয়োজনে বের হলে দুআ কালাম পড়ে সতর্কতার সাথে চলা উচিত। আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের বিপদআপদ থেকে হিফাযত করুন।
পরিশেষে নায়েব সাহেবের সুস্থতার জন্য সকলের কাছে দুআ কামনা করছি। আল্লাহ পাক তাঁকে দ্রুত সুস্থ করে দিন।
-এটি