শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন

হাটহাজারী মাদরাসার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন আরো যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর জামিয়ার মহাপরিচালক, শাইখুল হাদীস ও শিক্ষাপরিচালক নিয়োগসহ একাধিক এজেন্ডা নিয়ে দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছিল।

আজ সকাল সাড়ে ৯ টা থেকে হাটহাজারী মাদরাসার শুরার এ বৈঠক শুরু হয়েছিল।

এ বৈঠকে শুরা সদস্যদের সিদ্ধান্তে  দারুল উলূম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা ইয়াহিয়া, মঈনে মুহতামিম হিসেবে (সহযোগী পরিচালক) দায়িত্ব পেয়েছেন মুফতি জসিম উদ্দিন,  প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আল্লামা শেখ আহমদকে এছাড়াও শায়খুল হাদিস হিসেবে আরো দায়িত্ব দেওয়া হয়েছে মাওলানা শোয়াইব জমিরীকে।

শিক্ষা পরিচালকের দায়িত্ব পেয়েছেন (নাজেমে তালিমাত) মাওলানা কবির আহমদ, সহকারি শিক্ষা পরিচালক হয়েছেন ( নায়েবে নাজেমে তালিমাত) মাওলানা ওমর মেখলী। বোডিং সুপার হিসবে দায়িত্ব পেয়েছেন  ( নাজেমে মাতবখ) আহমেদ দিদার কাসেমী, হোস্টেল সুপার হয়েছেন মাওলানা ফোরকান আহমদ সাতকানভী।

প্রসঙ্গত, শুরার গুরুত্বপূর্ণ এ বৈঠকে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগ্রামীর নাম মহাপরিচালক হিসেবে প্রস্তাবনা করা হয়। কিন্তু ঘোষণাটি শোনানোর আগেই তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ