।।সারিব সুইজা।।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পরবর্তী নির্ধারিত কোটা অনুযায়ী সৌদি আরব ওমরাহ হজযাত্রীদের আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত।
[caption id="" align="aligncenter" width="476"] মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]
আল-আরাবিয়ার এক খবরে জানা যায়, হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আমর আল-মাদাহ বলেছেন, ওমরা যাত্রীদের আয়োজনে সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ মৌসুমের শুরু থেকে হজযাত্রীদের সুযোগ -সুবিধা প্রদানে কোনো অসুবিধার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ।
ড. আমর আল-মাদাহ বলেন, হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিশ্বের প্রতিটি দেশের জন্য বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত কোটা তৈরি করেছে এবং সে কোটা অনুযায়ী আগত ওমরাহ হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরণের খেদমতের ব্যবস্থা রেখেছে।
তিনি আরো বলেন, আমরা আশা করছি যদি করোনা পরিস্থিতি অপরিবর্তীত থাকে, তাহলে আমরা কোনো অসুবিধার সম্মুখীন হব না। সূত্র, ডেইলি পাকিস্তান অনলাইন।
-কেএল