আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রামের দক্ষিণপাড়া নতুন মসজিদ যাওয়ার একমাত্র রাস্তার কালভার্টটি যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কালভার্টটি ভেঙে পড়ায় সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
হিলি বন্দর থেকে বৈগ্রাম যাওয়ার রাস্তার ছবি এটি। গ্রামের মানুষজন এই রাস্তা দিয়ে বেশি চলাচল করে। তবে রাস্তার একমাত্র কালভার্টটি ভেঙে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৈগ্রামের বাসিন্দা মবিনুর ইসলাম বলেন, এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। অনেক দিন থেকে এটি ভেঙে পড়ে আছে, কেউ দেখার নেই। আমাদের চলাচলে অনেক সমস্যা হয়। রাতের আঁধারে চলার সময় অনেকে গাড়ি নিয়ে পড়েও যায়। অনেকের ক্ষতিও হয়েছে।
স্থানীয় আরো কয়েকজন জানান, এই কালভার্টটি সংস্কার করে দিলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে। উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এটির সমাধান যেন করে দেয়।
বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান মেফতাউল জান্নাত জানান, কালভার্টটি ভেঙে পড়ার কথা শুনেছি, নতুন বরাদ্দ এলে ব্রিজ সংস্কার করে দেওয়া হবে।
এমডব্লিউ/