মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশিমপুর কারাগারের জেল সুপার ও জেলার করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কামিশপুর কেন্দ্রীয় কারাগারে করোনা সংক্রমণ রোধে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে দীর্ঘ দিন। বিকল্প হিসেবে তারা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। তারপরও কারাগারে মৃত্যুদণ্ডের এক আসামি করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগার-১ এর জেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার সকালে কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। কারগারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কারাবন্দীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।

আক্রান্তরা হলেন জেলার রিতেশ চাকমা এবং সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ও মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, রিতেশ চাকমা ও হালিমা খাতুন দুজনেই বাসায় আইসোলেশনে রয়েছেন।

এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আসামি ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনায় আক্রান্ত হন। গত ২৬ জুলাই তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে আবদুর রহিম ফাঁসির সেলে একাই থাকতেন। একা থাকার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

এ অবস্থায় অন্য কারাবন্দী ও কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারা অভ্যন্তরে যেন করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায়, সে জন্য আরো সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ